টেবিলে পা তুলে বসে আছি নিঃসঙ্গ এক ছবি,
রবীন্দ্রনাথ দেওয়ালে ঝুলে আছে আনমনে
তাকিয়ে হয়তো নিজের সৃষ্টির কোনো পাতায়।
আমার যৌবন পোড়ে সর্বনাশা আগুনে রোমের
মত;এ কেমন ক্লান্তি ছুঁড়ে দিলে তুমি আমায়?
বীভৎস শহরের কানাগলি খুঁজে পালিয়ে যেতে
চাইছে আমার অতৃপ্ত মন;ক্ষুধা-ক্লান্তির এ এক
অসামান্য প্রেম জড়িয়ে ধরে আষ্টেপৃষ্টে।
নিয়ন আলোয় দেখা যায় সেই গলিতেই
ফেলে যাওয়া ভ্রূণের সঙ্গী হয় মাছির দল,
একটা কোণায় সোয়েটার বুনে নেয় শীতের
উষ্ণ আবেগ - দুটো ঠোঁট আরো কাছাকাছি।
এইসব থেকে দূরে,অনেক দূরে পালিয়ে যেতে
চাই;হটাৎ পিছুডাক আসে -দেখি দূর থেকে
ভেসে আসছে অস্পষ্ট ছায়ামূর্তি একে একে
চেনা হাত বাড়িয়ে প্রেমের-দায়িত্বের-অধিকারের।।