রাস্তার একপাশ ধরে আনমনে আমি এগিয়ে যাচ্ছি,
বৃষ্টির পর ভেজা আকাশ;অন্ধকারে গা ধুয়ে এগোচ্ছি
এমন সময়,পোড়া গন্ধ এলো নাকে। ইস!
কি পুড়ছে?বৃষ্টিতে নেভেনি কি এমন জিনিস?
আমি খুঁজছি,খুঁজে পাচ্ছিনা,পাগলের মত খুঁজছি
মুহূর্তে অন্ধকার কেটে গিয়ে আমি দেখতে পাচ্ছি-
ক্ষুধার্ত শিশুর শবদেহ,কোনো এক গরিব ঘর
সেই সতীর শাড়ি-যাকে ছেড়ে গেছে তার বর,
কোনো এক এসিড মাখা মিষ্টি একটা মুখ
একটা মন বিছানায় মেটাতে গিয়ে সুখ,
কোনো এক বেকার প্রেমিকের বুকের বাঁদিক ঘেঁষে
অগোছালো কলম এক কবিতা লিখতে ভালোবেসে,
দেখতে পাচ্ছি পুড়ছে সবাই,বৃষ্টি এখন কই?
কে বাঁচাবে ওদের এখন?রাস্তায় লোক নেই,
হটাৎ দেখি জ্বলছে শরীর ,কেউ আমার হাতে
                                               ঢালছে ঘি,
বুঝিনি আমি ওদের সাথে নিজেও কখন
                                         পুড়তে লেগেছি।।