আমি তোমাকে বদলাতে দেখেছি
একটু-আধটু করে প্রতিদিনই,
ওঁরা তোমাকে ভেঙেছে বহুবার
ভাঙা টুকরোগুলো এলোমেলো
সাজিয়েছে -অবহেলায় কাঁচাহাতে,
অবলীলায় সযত্নে করছে খুন।
তোমার অমন পরিপাটি রূপ কই?
যা দেখে সহসা প্রেম জাগাতো মন।
বিদেশ-বিভুঁইয়ে তোমার যশ-খ্যাতি
ওই সমস্তটা আজ সস্তা,বড্ড পাতি।
বিলিতি ছোঁয়ায় তুমি হবে আধুনিকা
যে ভাঁড়ার পূর্ণ ছিল,ক্রমে তা হবে ফাঁকা।
তুমি আজ রুগ্ন ভীষণ,তাইতো বদলে গেছো
                                               অনেকখানি,
তবু তোমায় 'বাংলা ভাষা' রোজ জাপটে ধরেই
                                              বাঁচতে জানি।।