পুজো শেষ,আলোর বেণুও থেমে গিয়েছে
আধখোলা প্যান্ডেলে এখন শুধুই
বাদামভাজার ঠোঙা,চায়ের কাপ-
জড়ো হয়েছে,কাগ পায়রার বিষ্ট।
যেখানটায় প্রতিমা ছিলো তার পাশেই
দুর্গন্ধ ছড়াচ্ছে কারিগরদের পেচ্ছাব।
এর মধ্যেও আমি তোমাকে খুঁজতে এলাম,
এত অন্ধকার এখন ঠিক,দেখতে পাচ্ছিনা।
সবাই বলে ভালোবাসলে তাকে পাওয়া যায়
যত্রতত্র,দেখতে চাইলেই মেলে দেখা।
আমিও তোমাকে দেখতে চাইলাম খানিক
ফাঁকা মণ্ডপের এক কোণে, রাতের আঁধারে।
দু-চার কথা তারপর,হাতে- হাত,চোখে -চোখ
কংক্রিট ভিড়ে সকলের আড়ালে হয়তো
তুমি চুমো খেতে চাইলে - কিন্তু তুমি কোথায়?
এখনও তোমাকে দেখতে পাইনি।
ভালোবাসা তবে কি আসলে নুন- মরিচ?
পুজোর মতোই কদিনের কোলাহল
শেষকালে চুপ সব,আদুরে কিচ মিচ।