সৃষ্টি, ওইখানে যেয়োনাকো তুমি ,
বলোনাকো কথা ওই যুবকের সাথে,
ফিরে এসো সৃষ্টি,
বসন্তের কুহুতান হয়ে।

ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে আরো দূরে
তুমি যেওনাকো আর।
কী কথা তাহার সাথে?তার সাথে।
বাতাসের মতো তুমি রয়েছ আমায় ঘিরে।
আলো হয়ে হয়ছো আমার দিশারী।
আমার পথ কে করেছো পুষ্পিতা।

যেও নাকো আর
বলো নাকো কথা
ঐ যুবকের সাথে,
কি কথা তাহার সাথে।
এক বুক নীল আকাশ হয়ে
ফিরে এসো মোর কাছে,
আমি মিশে যেতে চাই নদী হয়ে।

যুগ যুগ ধরে আকাশ নদীর
মেলবন্ধন হোক চির সবুজ।
আমরা মিলে মিশে সৃষ্টি করি নীলাভ
রক্তিম পৃথিবী।

সৃষ্টি, যেও নাকো আর
বলো নাকো কথা ঐ যুবকের সাথে,
অস্তরাগের বিকেল হয়ে
ফিরে এসো হৃদয়ে আমার।।