স্বপ্নের কালো কালো মূর্তি গুলো সব দূরে সরে যায়
ছেড়ে যায় মস্তিস্ক জুড়ে নিদারুন হতাশার ছাপ,
অন্ধকারে মুখ ঢেকে লুকাও সময়ের ক্ষতের দাগ
প্রহরের অবসান হলে পরে থাকে শুধুই পায়ের ছাপ ।


মুখোশের অভিনয়ে ফুটে ওঠে পুতুলের অভিশাপ
দৃশ্য খুবই স্বাভাবিক শুধু যেন রসিকতার অভাব,
উপস্থিত দর্শকের আসনে ভাসে অতুলনীয় উচ্ছাস
রঙ্গমঞ্চ জুড়ে মুখোশ পুতুল নিক স্বস্তিতে নিঃস্বাস ।