শুনতে পাচ্ছো পায়ের শব্দ ?
রাতের আঁধার আসছে ওই !
ধুলো উড়িয়ে ঘুম পাড়িয়ে,
চাঁদের আলো জ্বালছে ওই !


হিমেল বাতাস যাচ্ছে ছুঁয়ে,
ঝিল্লি দূরে ডাকছে ওই...
আঁধার রাতের পায়ের শব্দে
স্বপ্ন গুলো ভাসছে ওই !


স্বপ্ন গুলো বদলে যায়
আঁধার তো বদলায় না কই ?
স্বপ্ন গুলো নাড়ছে কড়া
আঁধার চোখে নামছে ওই !


স্বপ্ন ডাকে ঘুমের ফাঁকে,
স্বপ্ন গুলোর বিরাম কই ?
আঁধার রাতের হাতধরে,
আমি একলা জেগে রই ।।।