এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাচতে চায়
সব সময় বাস্তবতা আর তোমায় সাথে নিয়ে
ডানপিটে ইচ্ছে গুলোর কথা বলতে পারো
সাধ্য মতো পুরন হবে চাওয়া গুলো।
কেনো জানি এখন আর গধুলি বিকাল আসেনা
চাঁদ ও আর মুচকি হাসি হাসে না
কেনো যে বৃক্ষ দেবী মুখ ফিরিয়ে বসে
আমার থেকে, তোমার যাওয়ার পড়ে।
বাতাসে আজ নেই সেই আগের মতোই
প্রকৃতির রূপে মুগ্ধ করা তোমার আমার
ভালোবাসায় ছুটে চলা কৃষ্ণচূড়ার শু-ঘ্রান
আর কিছু কিছু স্মৃতি যা আমি খুঁজে চলি।
যাযাবর এ জীবনে সবাই সবার মনের মতো
ছুটে চলে সৃষ্টি মাঝে নতুন করে বাচার আসায়
কিন্তু তুমি কি জানো, আমার মাঝে আমি
এক বেদুইনের মতো ছুটে চলি তোমায় ছাড়া।
জীবনের গল্প গুলো কেনো এমন কষ্টের
আমায় ফেলে তুমি যখন দূরে গেলে,
হাসি মুখে ভালো থাকার অভিনয় গুলো
এখন আমি আর পারি না কষ্ট ভুলে।
সবাই কেমন বদলে যায় স্মৃতি ভুলে
ভালোবাসার স্বপ্ন গুলো শেষ হওয়ার পড়ে
আমিই শুধু এমন কেনো বলতে পারো
ভালোবাসা না ভুলে তিলে তিলে বেচে আছি।
তুমি আমার নিশ্বাস ছিলে প্রকৃতির মাঝে
বেচে থাকার শেষ সম্বলের মতো হৃদয় জুরে
আকাশ পানে চেয়ে চেয়ে বলছি আমি
মনের মাঝে লুকিয়ে রাখা আমার কষ্ট গুলো।
এতো বড় শাস্তি তুমি কেনো দিলে আমায়
ভালোবাসার ধোকা দিয়ে চলে গেলে
এখন আমার অপেক্ষা শুধু সৃষ্টি মাঝে
কখন আমি বলবো কথা রবের কাছে
তোমার দেওয়া আঘাত গুলো আমার ভালোবাসায়।