তুমি হলে আমার কাছে স্বপ্ন মাঝে
শতরূপার রূপে ফুটে ওঠা রক্তজবা,
আর সন্ধা তারার মিট মিটিয়ে জ্বলে ওঠা
আকাশ মাঝে রাত্রি আলোর রূপের ছোয়া।
বসন্তের পলাশ আর শিমুল মাঝে
তোমায় আমি দেখতে পাই
শতরূপার মুচকি হাসির রূপে
নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কাশফুলে।
তোমার জন্য যতন করে রেখেছি
লাল গোলাপ আর কৃষ্ণচূড়ার মালা
নীল শাড়িটা আজও আমি স্বপ্নে দেখি
গভীর রাতে আধার মাঝে জোনাক পোকার আলোয়।
যখন আমি সাগর পারে শংখ্য কানে বসে থাকি
শংখ্য মাঝে শুনতে পাড়ি তোমার বলা কথা,
কাকরা গুলো ছুটছে দেখো
তোমার আমার স্মৃতি শুনে।
তুমি আমার নীল পদ্ম লক্ষ্মী সোনা
চাঁদের মতো তাকিয়ে থাকো আমার দিকে
ভাবতে থাকো আমায় নিয়ে
বসন্তের ঐ গোধুলী খনে সাগর পারে।