তোমার কেনো এতো অভিমান আমার ওপর
আধার আলোই আমার চন্দ্র তুমি
তোমাই নিয়ে স্বপ্ন গুলো আমার মনে
তারার মতো মিট মিটিয়ে জ্বলে গভির রাতে
তুমি আমার কব্য রূপে গধুলি খনে
হৃদয় মাঝে ছরিয়ে দিলে
আমার মাঝে তোমার ভালোবাসা
সাত সাগর আর তের নদীর কাব্যে ঘেরা।
তোমার জন্য আজ আমার ফিরে আসা
জগৎ মাঝে সৃষ্টি জুরে তোমার কাছে,
নতুন করে বাচার আসায়
দুজন মিলে ঘর বাধার স্বপ্ন নিয়ে।
তোমার কাছে আমার চাওয়া শুধু
স্বপ্ন জয়ে হৃদয় মাঝে নতুন একটা ভোরে,
বাকা ঠোঁটে আমার দিকে চেয়ে
অভিমান ভুলে একটুখানি মুচকি হাসি হাসো।
সর্গ রূপে তুমিই আমার পথ দেখিও
অভিমান ভুলে একটুখানি জায়গায় দিও
তোমার মাঝে আগলে নিও আমাই
সপ্ত তাঁরার আলোর মাঝে।