বাতাসে আজ সর্ষে ফুলের গন্ধ
ভোমরা গুলো উড়চ্ছে দেখো ফুলে ফুলে
অবাক মনে তাকিয়ে আছে রাখাল বালক
তোমার দিকে, খোলা চুলে দাড়িয়ে থাকা নদীর কুলে।
ডালিয়া গুলো দুলে দুলে বলছে আমায়
কোথায় তোমার শতরুপা আলতা পায়ে মেখে,
একটু খানি ডাকো তাকে দেখবো মোরা
নীল শাড়িতে কৃষ্ণচূড়া রূপের সাজে।
বলছে সবাই পলাশ ফুলের সঙ্গে করে
ভালোবাসার আবির নিয়ে মুখোমুখি
দুজন মিলে ভালোবাসার রং মেখে
সৃষ্টি জুরে ঢেও খেলাতে রংধনুর সাজে।
মিত্যুঞ্জয়ী স্বপ্ন গুলো তোমার সাথে মিলিয়ে নিয়ে
ঘর বাঁধার ইচ্ছা গুলো পুরনো হবে আমার
হা হা হা হা সুপ্ততারা আমাই দেখো
তোমার জন্য আজ আমার বেঁচে থাকা।
তুমি দেখে নিয়ো আমি আসবো আবার
তোমার কাছে গধুলী বিকালে একদিন
এক গুচ্ছ কৃষ্ণচূড়া আর নীলপদ্ম নিয়ে
ভালোবাসার প্রমান সরূপ তোমার কাছে।