এখন আমি বড়ই  ক্লান্ত চলার পথে
তোরা সবাই কোথায় আছিস আজ
আমার থমকে যাওয়া পথের  দিশারী
হৃদয় মাঝের প্রিয় সারথি বন্ধু আমার।
তোদের সাথে চায়ের দোকানের আড্ডা
আর দেবু চাচার জ্ঞান ভান্ডারের কথা গুলো
আজও আমার মনে পড়ে কাজের ফাকে
চায়ের দোকানে যখন আমার চোখ পরে।
কে কোথায় আছিস তোরা জীবন যুদ্ধে
স্বপ্ন গুলো পুরনো করার আশাই,
আমিও জানি তোদের মনেও কড়া নাড়ে
আপন মনের ভালোবাসা আর ফেলে আশা স্মৃতি
বন্ধু গুলো হাড়িয়ে ফেলার কষ্ট কথা।
তোদের মনে আছে সেই গোধুলী খনের কথা
সবাই মিলে বাইসাইকেলে ঘুরতে যাওয়ার কথা,
আবেগ ভরা মনে  বলতো সবাই
জীবন যুদ্ধে বিশ্ব জয়ের কথা।
এখন আমি বড়ই  ক্লান্ত চলার পথে
তোরা সবাই কোথায় আছিস আজ
বিশ্ব জয়ের স্বপ্ন মাঝে আজ আমি বড়ই একা
হাড়িয়ে ফেলা তোদের সাথে স্মৃতি গুলো
আর তোদের সাথে স্মৃতি গুলোর মাঝে।