স্বাধীনতা আমি দেখিনি কভু
শুনেছি শুধু গল্প কথা দাদুর মুখে
একাত্তরের মুক্তিযুদ্ধে নাকি তাঁরা
দেশের জন্য অস্ত্র হাতে নিয়েছিলো।
অনেক শুনেছি দাদুর মুখে
যুদ্ধ জয়ের গল্প কথা,
তোমার জন্য সেদিন নাকি
প্রান দিয়েছে লাখো লাখো মুক্তি সেনা।
তোমার বুকে মাথা রেখে
আর তোমার বলা স্বপ্ন নিয়ে
সেদিন ওরা যুদ্ধে গেলো
মায়ের বাঁধন তুচ্ছ করে।
তুমিই কি সেই লাল সবুজের পতাকা
যার জন্য সেদিন যুদ্ধে গেলো
হাজার হাজার ছাত্র শ্রমিক কৃষকেরা
মায়ার বাঁধন ভুলে তুচ্ছ করে।
দাদু যখন গল্প গুলো বলতো আমার
অবাক মনে তাকিয়ে আমি দাদুর চোখে
ভেসে ওঠে বাংলা মায়ের আদর মাখা
সেদিনের সেই যুদ্ধ জয়ের গল্প কথা।
দাদু আমায় বলতো শুধু একটি কথা
কেমন করে সৃষ্টি হলো একাত্তরে স্বাধীনতা,
ফোটা ফোটা চোখের জলে প্রমান মেলে
একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদারের বর্বরতা।
শেখ সাহেবের ডাকে নাকি দাদু আমার যুদ্ধে গেছে
বাংলা মাকে স্বাধীন করার আশায়,
তুমিই কি সেই স্বাধীনতা
যার জন্য একাত্তরে দাদু আমার যুদ্ধে গেছে।
দাদুর সাথে যারা যুদ্ধে গেলো একাত্তরে
তাদের মাঝেও প্রান গেছে গোটা দশেক মুক্তি সেনার
হঠাৎ নাকি খাবার সময় দাদুর পায়ে গুলি লাগে
পাক হানাদারের আক্রমণে সেদিন নাকি।
তুমিই কি সেই স্বাধীনতা
যার জন্য আজ তৈরি হলো বাংলাদেশ
তোমার বুকে আজ নাকি ঠাই মেলে না
শেখ শাহেবের ডাকে যারা যুদ্ধে গেছে।
নয় মাস দিনে রাতে ঝর বাদলে
তোমার ছেলের রক্তে মাখা
হাজার হাজার বীরাঙ্গনার আর্তনাদে
তৈরি তুমি আজ আমাদের স্বাধীনতা।
জয় বাংলা ধ্বনি নিয়ে
লাখো লাখো লাশের উপর সৃষ্টি হওয়া
তুমিই কি সেই স্বাধীনতা
দাদুর মুখে শোনা, যুদ্ধ জয়ের গল্প কথা।