আমি যখন হারিয়ে যাবো, দেখবে তুমি
হাজার তারার মাঝে আমি হব একটি
দূর থেকে তখন, দেখবো তোমাই
অনেক দুরে, তোমার দৃষ্টি থেকে দূরে।
বুঝবে তুমি তখন, কি ছিলাম আমি
তোমায় নিয়ে সপ্ন দেখা, আর আমার বলা কথা
সবই তোমার পরবে মনে, থাকবো না শুধু আামি
আমি দূর থেকে দেখবো তোমায়, দূর থেকে
নাবলা কথাগুলো যখন বলতে চায়বে তুমি
তারার দিকে তাকিয়ে জছনা রাতে বলো
দূর থেকে তখনো আমি শুনতে পাবো তোমার বলা কথা
জলে ভরা দু চোখ তোমার মুিছয়ে দিব একটু হিজল হাওয়ায়।
বুজতে তুমি পারবে নাকো আমিই ছিলাম হাওয়া।
দূর থেকে তখন  দেখবো তোমাই
অনেক দূরে তোমার দৃষ্টি থেকে দূরে।
দূর আকাশে থেকেও আমি ভালোবাসি তোমায়
ভাগ্যে আমার হলো নাকো, দূজন মিলে সপ্ন দেখা
চোখের জল ফেলো নাকো তুমি আমার হয়ে
ভালো থাকতে পারবে তুমি আমায় ভুলে গিয়ে.
পারতে তোমাই হবেই ভুলে যেতে আমায়
আজ তুমি বুঝতে পারো আমার ভালোবাসা
সব কিছুই আজ বুঝলে তুমি, আমার যাওয়ার পরে
দূর থেকে আজও আমি দেখি তোমাই
অনেক দূরে তোমার দৃষ্টি থেকে দূরে।