আকাশে আজ কালো মেঘে ছেয়ে গেছে
ঠিক আমার মনের মতো আধার কালো
মিট মিটিয়ে জলতে থাকা তারা গুলো
তোমার মতোই চলে গেছে মায়ার বাঁধন ছিন্ন করে
বহুদূরে সুখের আশায়, সৃষ্টি মাঝে।
জীবনের গল্প গুলো কেনো এমন হয়
মনে মনে প্রশ্ন নিয়ে ভাবতে থাকি,
স্বার্থপরতা আর টাকা পয়সার ইচ্ছা গুলো
এটাই কি আসল রূপের বাস্তবতা।
জীবন যুদ্ধে বিশ্ব মাঝে লড়াই করে আসছে যারা
তাদের কথা কেউ ভাবেনা আসল কথা,
সবাই শুধু আশায় থাকে সমাজ জুরে
কাজ গুলো করবে তারা, সেচ্ছা সেবাই আছে যারা।
দিন শেষে দেখা মেলে কিছু তুচ্ছ কথা
যারাই নাকি নিজের জীবন বাজি রেখে
সমাজ টাকে আগলে নিয়ে হৃদয় মাঝে
ভালবাসায় পূর্ণ করে, মানুষ রূপের হায়না কে।
এটাই আসল বাস্তবতা, নাকি শুধুই আমার মনের কথা
এখন আমি ভাবি বসে দিন রাত্রি ভুলে গিয়ে,
মানব রূপের হায়না বেসে সৃষ্টি মাঝে
বাস্তবতা বোঝার আশায় আজও আমি।
হিমালয়ের বিশলতাকে হার মানানোর ইচ্ছা নিয়ে বুকে
আজও আমার পথ চলা স্বপ্ন মাঝে,
সাগরের ঢেউয়ের মাঝে চেয়ে চেয়ে খুঁজে চলি
মানুষ মাঝে মন সত্যের দেখা পাওয়ার আশায়।