মেঘের বুকে মেঘ বালিকা
চাঁদের অালোয় বসে অাছে
এবার বুঝি বৃষ্টি হবে
রংধনুটাও লাজে মরে তোমার দিকে চেয়ে
দিঘীর কোনে হাসছে দেখো
মাছরাঙা আর নীল পদ্ম মিলে
বলছে ওরা দেখে তোমাই
চাঁদের হাসি মুখে নিয়ে দীঘির পাড়ে
বসে আছো তুমি বিজলী আলো জেলে।
পদ্ম রাজি চেয়ে আছে তোমার দেখার আসায়
কখন তুমি আসবে আবার
লাল,দিঘীটির পাড়ে।
হঠাৎ করে থমকে গেছে
বগ মামা টা শিকার ফেলে
তোমার চোখে চোখ পড়াতে।
তোমার রূপে মুগ্ধ হয়ে
বাতাস টাও বইছে দেখো তোমার দিকে চেয়ে
মেঘ গুলো আজ ব্যাস্ত হয়ে আছে
কখন তোমাই ভিজিয়ে দিবে মেঘের অশ্রু জলে।
সবাই আজ পাগল হয়ে আছে
তোমার রূপে মুগ্ধ হয়ে।
সবার মনে একটি কথা
কখন তুমি আসবে আবার
লাল দিঘীটির পাড়ে।
মেঘের বুকে মেঘ বালিকা সবার স্বপ্ন মাঝে।