মনে পরে প্রিয়তম তুমি মেঘ চেয়েছিলে কোন একদিন আমার কাছে
শুভ্র সাদা মেঘ আর একটু শিতল হাওয়া
দোল দিয়ে যায় কাস ফুলেদের গায়ে
সেদিন গোধুলী বিকালে তোমায় আমি বলেছিলাম
তোমাই আমি এনেদিব এক টুকরো রোদ
যা হার মানাই নীলিমার রুপ আর হিমালয়ের বিশালতাকে
আমি দেখেছি হিমালয়ের বিশালতাই
তোমার রুপের ঝলক
আজও আমি তোমার চাওয়া গুলো নিয়ে অপেক্ষাই
সেই সাদা মেঘে আজ ঢেকে গেছে আমার মন।
যদি রাত্রি আলোই তুমি ফিরে পাও
তোমার সেই হাসি ভরা মুখ
ডাক দিয়ে বলো আমাই
তোমার সিঁথিতে সিদূর দিয়ে রাঙ্গিয়ে দিবো
যা রক্তিম সূর্যকে বা গধুলি বিকাল কেও হারমানাই।
কিন্তু যারা গঞ্জে গায়ে পঞ্চনার উজান বায়ে
যারা য়ারা রাস্তার পাশে ঘুমিয়ে থাকে
আগে যেন আমি তাদের মুক্তির পথ হয়।