আজ থেকে আমি আর কোনো স্বপ্ন দেখিনা
তুমি মুক্ত আকাশের পাখি হয়ে উরতে পার
আমি আর মজনু হয়ে তোমার কাছে যাবো না
নীল আকাশের সাক্ষী রেখে বলছি তোমায়
তোমার মতোই হবো আমি এখন থেকে
ভালোবাসার ইচ্ছা গুলো কবর দিয়ে,
তোমার কাছে বায়না করে কভু চায়বোনা
একটু খানি আদর করে জান বলে ডাকো আমায়।
তোমার বলা কথা গুলো এখন আমি মেনে চলি
দেখবে তুমি কদিন পরে নতুন রূপে আমায়
তোমার মতো আমি আমায় তৈরি করে
হাজির হবো তোমার কাছে সার্থপর রূপে।
অনেক খানি ভালোবেসে আমায় তুমি দিয়েছিলে
সপ্তনীলের মায়ায় ভরা রক্তজবার অঞ্জলি
এখন আবার ফিরিয়ে নিলে আমার থেকে
চির চাওয়া আবেগ গুলো তোমার কাছে।
আজ থেকে মনে রেখো তোমায় আমি
আর কখনো শতরূপা আর কৃষ্ণচূড়া
রূপের মাঝে আগলে নেওয়ার দহন খানি
মনের মাঝে কবর দিয়ে ভালোবেসে চলে যাবো।
এটাই হবে আমার দেওয়া তোমার জন্য
সৃষ্টি মাঝে বেঁচে থাকার এক মাত্র পাওয়া
যা তোমায় মুক্ত করে দেওয়া হলো এখন থেকে
সারা জীবন দেখবে তুমি আমার মাঝে
সার্থপরতার এক নতুন মানুষ জগৎ মাঝে।