কথা গুলো কখনো তোমাই বলা হয়নি
তুমি যখন শাড়ি পরে এসেছিলে
তোমাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি
তোমার কপালের টিপ দেখে
আর তোমার বাকা ঠোঁটের কথাই
আমি প্রথম তোমার প্রেমে পড়ি
তোমার চোখের মুগ্ধতায়
সেদিন আমি তোমাই নিয়ে ভাবতে থাকি
তোমার সাথে প্রথম দেখায়
মন চেয়েছিলো তোমার হাতটি ধরি
সেদিন তোমার পাশে বসে থাকা
আর চশমা পড়ে বার বার
অবাক নয়নে  চেয়েছিলাম তোমার দিকে
তোমার সাথে রিকসায় চেপে ঘুরতে যাওয়া
আর পাশে বসে কফি খাওয়া
সেটা ছিলো তোমাই প্রথম কাছে পাওয়া
তখন আমার মন চেয়েছে তোমাই একটু ছুয়ে দেখি
রমজানের ঐ ইফতারে তোমার জন্য অপেক্ষা
সেটি ছিলো  আমার কাছে
উজান পানে সাতার দেওয়া।
তুমি যখন জানতে চাও আমার কাছে
কেমন আছি আমি
মনে আমার আসা জাগে
তোমাই নিয়ে ঘর বাঁধার স্বপ্ন সাজে
যখনই  আমি তোমাই দেখি
আবাক মনে চেয়ে থাকি
না বলা কথাগুলো বলার আশায়
হয়তো আমি পাড়বো নাকো
মনের কথা বলতে তোমাই
যখন তুমি বুঝবে আমাই
চোলে এসো হৃদয় মাঝে
আমার বুকে জড়িয়ে নিবো
শক্ত করে বাঁচার আসায় দুজন মিলে