নিলাদ্রি আর নীলিমার ভালোবাসা ছিলো
চাঁদ আর সূর্যের মায়া ভরা আলোর মত।
তাদের সময় কাটতো ঘর বাধার সপ্ন নিয়ে
তখন নীল আকাশের হিংশা হতো তাদের সপ্ন দেখে।
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাদের ভালোবাসা
স্কুলের বাড়ান্দা আর কমন রুমে একটাই কথা
নিলাদ্রি আর নীলিমার ভালোবাসা,
তাদের দেখে বলতো সবাই।
নিলাদ্রি বলতো নীলিমাকে
যখন আমি থাকবো না তখন তুমি
চুম্মন দিও নীল আকাশের বুকে
আমি পেয়ে যাব তোমার ভালবাসা ভরা চুম্নন।
নীলিমা বলতো তখন তোমার আগে নিবেন আমাই
আমার এই চাওয়া পুরন করবে খোদা।
তাদের সপ্ন গুলো দেখে বলতো সবাই
হাজার বছর বেচে থাকুব এই ভালবাসা।
এমন মধুর মায়া ভরা ভালবাসা
সে যেন হাজার বছরের পূর্নের ফল।
নিলাদ্রি আর নীলিমার সপ্ন ছিলো
ছোট ছোট বালুকনা আর বিন্দু বিন্দু জলের মত।
যা সবার হ্রদয় ছোয়া ভাললাগা আর অমুল্য ভালবাসা।
স্কুল পেরিয়ে কলেজ, নিলাদ্রি আর নীলিমা
তারা যেন সৃষ্ঠি এই ভালবাসার কারনে।