পৃথিবী টা বড়ই সুন্দর, দাগ কাটে মনে
কেনো জানি মানুষ গুলো হয়ে গেছে স্বার্থপর,
আজব এক অনুভূতি নিয়ে ভাবছে মন
এমন ভাবে বদলে যায় কেনো মানুষের মন।
রাত্রি শেষে আলো ছড়ায় সূর্য মামার কিরণ
তার পরেও কি একটু খানি স্বার্থ ছাড়া
মানুষ পারে না জীবন মাঝে মানুষের তরে
একটু খানি সহানুভূতি আর ভালোবাসায়
বদলে দিতে সমাজের পিছিয়ে পরার গল্প।
প্রকৃতির সাথে তাল মিলিয়ে বেঁচে থাকা
এটাই হয়তো সৃষ্টি জুরে ইচ্ছা গুলো
সবার সাথে আপন মনে একই সাথে
জগৎ মাঝে বাঁচার আসায় সৃষ্টি মিলন।
কিভাবে আজ বুঝবো আমি সবার সাথে
তাল মিলিয়ে বেঁচে থাকা, কিছু স্বপ্ন নিয়ে
স্বার্থপরের ভিরে আমি হারিয়ে ফেলেছি
জীবন যুদ্ধে আমার সফলতার গল্প গুলো।
খোদার কাছে বলছি আমি সকল কথা
কেমন করে মানুষ রূপে ফিরবে আবার
হায়না রূপে বদলে যাওয়া মানুষ গুলো।
এটাই আমি বলছি আজ রবের কাছে
সমাজ থেকে পিছিয়ে পড়া সবার কথা।