কিসের এতো অহংকার তোমার
রুপ যৌবন আর টাকা পয়সার
সৃষ্টি মাঝে খুজে দেখো পাবে
রুপের বাহার, ঝর্না মাঝে।
একটি কথা বলি তোমায়
মন দিয়ে শুনে রেখো
ঘাসের অাগার শিশির ফোটার রূপের মাঝে
তোমার রূপ তুচ্ছ বটে।
সৃষ্টি মাঝে আমি তোমাই বলি
তুচ্ছ তুমি করো নাকো
আমার দেওয়া নিবির ভালোবাসা
রূপ যৌবনের উপর আছে
সৃষ্টি মাঝের পবিত্র ভালোবাসা।
কিসের আশায় শরীর তুমি দেখিয়ে চলো
পথে ঘাটে পুরুষ মাঝে সমাজ জুরে
সময় থাকতে শুধরে নিয়ো
তোমার মনের অহংকার ভুলে।
খনেকের জন্য তুষ্ট হবে তুমি
সৃষ্টি মাঝে ছুটে চলার পথে,
যখন তোমার রূপ যৌবনের সিমা হবে শেষ
একটি বারও তোমার দিকে চাইবে না মেঘ।
রূপ যৌবনের শরীর টা
যার জন্য তোমার এতো অহংকার
মাটির বুকে হারিয়ে যাবে সৃষ্টি মাঝে
প্রভুর ডাক আসবে যখন।
তোমায় আমি বলছি শোনো
সৃষ্টি মাঝে ছুটে চলাই,
কিসের এতো অহংকার তোমার
রুপ যৌবন আর টাকা পয়সার।