রক্ত দিয়ে লিখেছিলাম
স্বাধীনতার নাম
লাল সবুজের পতাকা নিয়ে
যুদ্ধে নেমেছিলাম
কত স্বপ্ন নিয়ে বুকে
অপেক্ষায় ছিলো বাংলার মার।
এত রক্তের দাগ নিয়ে বুকে
মা পেয়েছে স্বাধীনতা।
ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে
আমাদের এই লাল সবুজের পতাকা
লাখো মায়ের অশ্রুপাতের
হাজার বোনের অপমান
আর বাংলার হিরোক রত্ন ছাত্রের
ঘরে না ফেরার বিনিময়ে অর্জিত মা তুমি
তুমিই তো সোনার বাংলা মা
তুমিই আত্ম ত্যাগের মহিমা।
তোমার খোকন মায়ার বাধন ছিন্ন করে
সেদিন তোমাই মুক্ত করে
পাক হানাদারের হাত থেকে
তুমিই তো মোদের আত্ম ত্যাগের মা।
নয় মাস সাধনার পর
পেয়েছি আজ স্বাধীনতা।
কখনো কভু হাতছাড়া হবেনা মা
তোমার বুবের ধন মুক্তিযুদ্ধা
তোমার বুকেই রইবে তারা
নতুন প্রজন্মের স্বপ্ন মাঝে
বাংলা মায়ের দামাল ছেলের
গর্জে ওঠা বিশ্বাস।
তুমিই মোদের স্বপ্ন তুমিই মোদের বিশ্বাস
তুমিই মোদের লাখো শহীদের রক্ত
তুমিই মোদের লাল সবুজের পতাকা
তুমিই হলে আঠারো কোটি সন্তানের
সোনার বাংলা মা।