ব্যর্থ চেষ্টার ফলে আজকের এই সফলতা
সবাই বলে এই কথাটা সফল হওয়ার পরে,
নিন্দুকেরা দেখো সবাই মনস্তত্ত্ব বেচে আছে
দেশের মায়া আকরে নিয়ে স্বপ্ন মাঝে।
যুদ্ধ জয়ের স্বপ্ন নিয়ে দাড়িয়ে আছে সেনা
অস্ত্র হাতে দেশের প্রেমে বর্ডার পারে,
কেউ বা আবার গোমরা মুখে ক্লান্ত মনে
স্বপ্ন গুলো জয় করে পোশাক শ্রমিক রূপে।
ভেবে দেখো ঝর বাদলা আর রোদের মাঝে
নগ্ন গায়ে ফসল ফলাই কৃষক রূপে দেশে,
একটু খানি দেশের প্রেমে দড়িয়ে থাকে
ল্যাম্প পোস্টে হাত তুলে পুলিশ বেশে।
দেশ মাতার ঐ প্রেমে পড়ে আজও কেমন
না দেখা স্বপ্ন গুলো সফলতার রূপে
তোমার আমার হৃদয় মাঝেই বাস করে
নানা রকম রূপের মাঝে স্বপ্ন কূপে।
ভেবে দেখো সফলতার গল্প গুলো আজও
পৌছে দেয় সবার মাঝে পোস্টম্যানের রূপে
দেশের কথা মনে করে মুক লুকিয়ে কাঁদে
তোমায় নিয়ে স্বপ্ন দেখা প্রবাসী শ্রমিক রূপে।
একটু খানি হাসির মাঝে খুঁজে চলে সে
দেশের প্রেমে দিন রাত্রি ভুলে গিয়ে নার্স রূপে,
ভেবে দেখো দেখতে পাবে আজও তুমি
তোমার আমার স্বপ্ন গুলো বাস্তবতায় রূপ দেয় শিক্ষক রূপে।
দেশ মাতার ঐ রূপের মায়ায় সেদিন সবাই
যুদ্ধে গেলো একাত্তরে মুক্তি সেনা রূপে,
তোমার মুখের ভাষার জন লড়াই করে
প্রাণ দিয়েছে রফিক সফিক ভাষা সৈনিক রূপে।
নানা রকম কর্ম মাঝে দেশের প্রেমে
সবাই কেমন স্বপ্ন দেখে দেশ মাতাকে নিয়ে