কখনো কভু ভাবিনি আমি
এমন করে চলে যাবে আমায় ফেলে
আশা গুলো আর স্বপ্ন নিয়ে বুকে
আমায় একা ফেলে রবের কাছে।
আমার এখন একা লাগে তোমাই ছারা
সৃষ্টি মাঝে বেঁচে থাকা তোমার ছাড়া,
কৃষ্ণচূড়ার সুভাষ গুলো ফুড়িয়ে গেছে
তোমার যাওয়ার পড়ে সৃষ্টি মাঝে।
এখন আমি বড়ই একা
তোমার সৃতি বুকে নিয়ে
আধার আলোই মুখ লুকিয়ে
চাদের দিকে চেয়ে মুখ লুকিয়ে কাঁদি।
কেন তুমি তৃভূবনে একা রেখে
আমায় ফেলে চলে গেলে রবের কাছে,
স্বপ্ন ছিলো দুজন মিলে বাচবো মোরা
একই সাথে হাতে হাত রেখে।
আমার বুকে মাথা রেখে তুমি
ওয়াদা করেছিলে সাথে রবে
সৃষ্টি মাঝে স্বপ্ন চলার পথে
দুজন মিলে এক সাথে থাকবো মোরা।
অপেক্ষা করো আমার জন্য রবের কাছে
জলদি আমি আসবো চলে তোমার কাছে,
জগৎ মাঝে এখন আমার স্বপ্ন শুধু
তোমার কাছে আসার আগে,
দুজন মিলে স্বপ্ন দেখার কথা গুলো
সৃষ্টি মাঝে বেঁচে রবে হাজার বছর
তোমার আমার স্মৃতি ঘেরা ভালোবাসা।
এখন আমি বড়ই একা তোমার যাওয়ার পড়ে
তুমি এখন সুখেই আছো রবের কাছে
সৃষ্টি মাঝে আমায় একা ফেলে।
শেষ বার তোমার দিকে চেয়ে আমি
তোমার মাথায় হাত রেখে প্রশ্ন করেছি
কেনো তুমি এমন করে চলে গেলে
সৃষ্টি মাঝে আমাই একা ফেলে।
কখনো কভু ভাবিনি আমি এমন করে
নিজের হাতে তোমায় কবর দিবো,
আজও আমি বসে আছি ঠিক তেমন করে
তোমার বুকে মাথা রেখে।
খোদার কাছে বলছি দেখো
চোখের জলে ভাসিয়ে দিয়ে তোমার বুকে
তোমার কাছে যাওয়ার কথা।