আজ এই স্বপ্ন মাঝে  যখন তোমাই দেখি
অবাক নয়নে আকাশ পানে চেয়ে থাকি
তুমিই হলে শতরুপা, সপ্তনীলের স-প্রিতি।
সত্য কর্ম প্রকাশ পাই তোমার হাসি দেখে
তুমিই আমার হৃদয় মাঝে অমৃতর সাদ
তোমার জন্য রাখাল ছেলেও  হতে পাড়ি
যদি তুমি হও আমার কৃষ্ণচূরার মালা।
রক্ত জবার রূপে তুমি গোধুলীর খনে
ধানের শীষে আমি শুনতে পাই
গুন গুনিয়ে তোমার গাওয়া ভাটিআলী
গান।
গধুলী কালে ভেজা চুলে তোমার রূপে মুগ্ধ হয়ে
আকাশ পানের দৃষ্টি পড়ে রংধনুর রূপে।
নদীর পাড়ে দাঁড়িয়ে তোমায় আমি বলেছিলাম
প্রকৃতির রূপে সৃষ্টি তুমি
মেঘ বালিকা আর প্রজাতির রূপে
তুমিই হলে শতরুপা সপ্তনীলের মাঝে।