আমি যখন ছোট্ট ছিলাম
মাকে গিয়ে বলতাম আমি
বিয়ে তুমি দাও আমায়
জগৎ সেরা শতরূপা আমার চায়।
মা আমার মুচকি হেসে উড়িয়ে দিতো
স্বপ্নে দেখা আবেগ ভরা কথা
অবুঝ মনে তাকিয়ে আমি মায়ের দিকে
জিদ করে মুখ ফিরিয়ে উল্টো দিকে চেয়ে।
যখন আমি জিদ করে কাঁদতে থাকি
মা বলতো তুইতো আমার কালো ছেলে
তুমি যখন বিশ্ব মাঝে বড় হবে
দেখবে তোমার শতরূপা এসে গেছে।
তার পরে আমার ছুটে চলা
সৃষ্টি মাঝে বিশ্ব জয়ের স্বপ্ন বুকে নিয়ে
কবে আমি পাবো আমার হৃদয় মাঝে
স্বপ্ন মাঝে দেখতে পাওয়া আমার শতরুপা।
মাগো আমার শুনো তুমি
এখন আমি বড়ই একা
তোমার বলা বিশ্ব জয়ের স্বপ্ন মাঝে
স্বপ্ন গুলো পুরোন করার আশায়।
আদেও কি পাবো আমি আমার কাছে
স্বপ্নে দেখা আর তোমার বলা
বিশ্ব জয়ের আসায় থাকা
সৃষ্টি মাঝে আমার শতরূপা।
মাগো তুমি বলো আমায়
এখন আমার কি করার
ক্লান্ত আমি চলার পথে
শতরূপা কে পাওয়ার আশায় বিশ্ব মাঝে।