আজ গভীর রাতে যখন
আধার আলোই বসে আছি
কাঞ্চনজংঘা আর আমি
খুব বেশিই মনে পরে তোমার কথা
তোমার সেই ট্রেন করে ক্যাম্পে যাওয়া
আর আমার সাথে মোবাইল ফোনে কথা বলা
কাঞ্চনজঙ্ঘার সেই ঠক ঠক শব্দশোনা
হাতছানি দেওয়া চন্দ্র মামার কথা
আজও আমি শুন্তে পারি।
শুধু হলো না আর তোমার সাথে কথা বলা
কথাগুলো খুব বেশিই পরে মনে
নীলিমার ভালোবাসা আর চাদের চাওয়া
আকাশ বাতাস স্বাধীন ভাবে বলে চলে একটি কথা
সেদিনের সেই তোমার আমার  বলা কথা।
সবার সাথে ঝালমুড়ি আর বাদাম খাওয়া
তোমার মুখে শেনা কথা
কাঞ্চনজঙ্ঘা আজ বলছে আমাই
আমি আধার আলোই বসে আছি
তোমার আমার স্বপ্ন নিয়ে
কেন এমন হলো জানি নাকো আমি।
সবচেয়ে ভালো তুমিই ছিলে আমার কাছে
তার পরেও আজ একা হলাম
তোমাই কাছে চেয়ে৷
তোমার চোখে চোখ পরাতে
আর আমার বলা কথাতে
সেদিন তুমি কাছে এলে।
তোমার আমার স্বপ্ন সাজে।
কিভাবে আজ দূরে গেলে আমায় ফেলে
সেই কথাটিই আজ বলছি আমি
কাঞ্চনজঙ্ঘা আর চন্দ্র মামার নিয়ে।
দেখবে ঠিকি আসবে ফিরে সে
যখন আমি থাকবে নাকো এই তৃ-ভূবণে
আধার আলোই বলছি আমি আসবে ফিরে সে।
হাসছে সবাই বলছে আমাই
আধার আলোই আজ জোনাক পোকাও
মিট মিটিয়ে বলছে দেখো
তোমার আমার স্বপ্ন নিয়ে বৃক্ষদেবী কাছে।
আজও আমি বসে আছি ঠিক সেই আগের মতোই
কাঞ্চনজঙ্ঘা আর চন্দ্র মামা মাঝে।
তোমাই নিয়ে গঙ্গা নদী পাড়ে নৌকা চরা
আর কফি হউজে মান্নাদের গান শোনা
সবই ছিল আমাই নিয়ে তোমার স্বপ্ন দেখা।
সব কিছুই আজ আমি ঘুরে বেড়াই
তোমার বলা সৃতি নিয়ে।।
তোমার আমার স্বপ্ন গুলো আজও আছে
চন্দ্র মামা আর গঙ্গা নদীর সোপান তলে
তোমার কথাই বঙ্গ পাড়ি
নেই তুমি আজ আমার পাশে
তবুও আজ তোমার বলা স্বপ্ন নিয়ে
আজও আমি গঙ্গা নদীর পাড়ে।