সুপ্ত তারার দিকে চেওনা
বৃক্ষ গুলো বলছে দেখো তোমায়
অপরুপ চিত্র মাঝে ফুটে ওঠা তুমি
মুচকি হেসে বলছে দেখো সবাই।
সবই তো শতরূপার রূপের বাহার
বুঝবে তুমি তখন
গভীর রাতে চাদের আলোয় বসে
সুপ্ত তারার সাথে বলবে কথা যখন।
শেষ পাতার গল্প গুলো অজানায় থাক
তোমার মনের কথা গুলো মিলিয়ে নিয়ো প্রিয়
অজানা কথাগুলো বলবো আমি
তোমার আমার সপ্তনীলের মাঝে,
কোনো এক গধুলী খনে সাগর পাড়ে।
গোলাকার পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আপন
তুমিই ছিলে মায়ের পড়ে জগৎ জুড়ে,
তোমায় নিয়ে স্বপ্ন গুলো পুরনো হবে
লাল পাহাড়ের মাথার মুকুট হবো যখন।
সুপ্ত তারার সাথে নিয়ে দুজন মিলে
ঘর বাধবো আধার আলোই
বৃক্ষ রাজি সাক্ষি রেখে
হাজার বছর একই সাথে বাঁচার আসায়।