অন্তহীন কেন্দ্রীভূত ইচ্ছা গুলো তোমায় দিলাম
পদ্মাবতী দেখে নিয়ো, স্বপ্ন গুলো আমার
তোমার সাথে জগৎ দেখার চাওয়া গুলো
হাসি মুখে মানিয়ে নিয়ে আমার কাছে পূরণ হবে।
চন্দ্র তারার দিকে তুমি চেয়ে দেখো
খুঁজে পাবে আমার সাথে তোমার বলা কথা
চারিদিকে জোনাক পোকার আলোর সাথে
স্বপ্ন গুলো ছিটিয়ে আছে আধার আলোই।
দূরে যাবার সময় যেনো তোমার চোখে
একটু খানি অশ্রু জল না আসে
হৃদয় খানি পাথর করে চেয়ে দেখো
আমার চোখে তোমার বলা কথাগুলো।
হাসি মুখে বিদায় নিবো তোমার থেকে
সকল মায়া কবর দিয়ে চলে যাবো বহু দূরে
মুখ লুকিয়ে দেখবো তোমায় যাবার বেলায়
অনেক দূরে তোমার থেকে ভালোবাসায় সিক্ত করে।
আমি আধার আলোই মুখ লুকিয়ে
একটু একটু চোখের জলে ভাসিয়ে দিবো
তোমায় নিয়ে আমার দেখা স্বপ্ন গুলো
খোদার কাছে যাবার বেলাই মুক্ত মনে।
পদ্মাবতী তোমার আমার স্বপ্ন গুলো
এমন যেনো না হয় এ জনমে বাঁচার মাঝে
তোমার মাঝে বেচে রবো হাজার বছর
ভালোবাসায় আপন করে এক সাথে।
এটা আমার ভেবে দেখা গভির রাতে
অাধার মাঝে আবেগ মনে কিছু কথা
আমার বুকে মাথা রেখে বলেছিলে
সকল সময়ে পাশে রবে আমার হাতে হাত রেখে।