হাতেখড়ি
-------------------#বাসব রায়


বিড়ম্বনার চৌপথে বিভ্রান্ত বাতাস লুকোচুরির শিকার , ভয়ঙ্কর টর্নেডোের আঘাতে বিচ্ছিন্ন সময় ; আমি আর তুমি ব্যবধানের পরিক্রমণে ভিন্ন ভিন্ন সত্তা -


জন্মান্তরে হবে দেখা এমন নিশ্চয়তা নেই
যদি দেখা হয় , যদি কথা হয়
তাহলে রাষ্ট্র রাষ্ট্র খেলা হবে আবার ; আবেগের বাড়বাড়ন্ত আস্ফালন শুরু হবে নৈরাজ্যের পৃথিবীতে -


আবার একদল উপবীতী হয়ে বসবে আহ্নিকে , জপ-তপে লীন হয়ে আসমুদ্রহিমাচল পর্যন্ত থাকবে দোর্দণ্ডপ্রতাপ  .......


হঠাৎ ঝড়ে ভেঙে পড়ে আজন্ম অত্যাচারের সনদ , রুদ্রমূর্তি হয়ে সংস্কারের প্রকৃত শিক্ষায় হয় হাতেখড়ি - ৷