একটা ছুটির হরেক মানে,
যে ছেলেরা মাঠে খাটে ,সবজি বেচে হাটে
তাদের কাজে নেইকো  ছুটি, ছুটছে পেটের টানে ;
যে মেয়েটা গতর বেচে ঘর চালায়
সেই মেয়েটাও ছুটির দিনে
পায় না ছুটি জঠর জ্বালায়;
যে লোকটা বয়স ভারেও
পায় না ছুটি  কাজের থেকে
তার কাছে ছুটির মানে
একটু সেবা ব্যথার স্থানে ;
যে মায়েরা টাকা জোগায় মেয়ের পড়ায়
নিজে খাটে বারো ঘন্টা কারখানায়
তাদের কাছে একটা ছুটি বিরাট পাওয়া
গরম দিনে হিমেল হাওয়া ;
যে ছেলেটার চাকরি গেছে,বাচ্ছা আছে
খাচ্ছে খোঁটা বৌয়ের কাছে
তার কাছে ছুটির দিনের নেইকো মানে ;
আমার কাছে  ছুটির মানে  
কমাতে খরচ নিত্যদিনের বৃথা চেষ্টা
বিশ্লেষণের (সময় পাওয়া) ॥