কেউবা আছো আরব সাগর তীরে
গগনচুম্বী অট্টালিকার কোন এক মঞ্জিলে
কেউবা আবার আমেরিকার প্রত্যন্ত কোন নগরে
সবাই আমার আদরের, বাঁধা পরেছো তোমরা আমার ইটের পাঁজরে।
গোয়াল ভরা গরু  গোলা ভরা ধান
স্বপ্নে তারা আজও সতেজ সমান
শত বছরের সাক্ষী যে ইঁদারা আজ তা কেবলই স্মৃতি
দেওয়ালে দেওয়ালে বলি রেখার আস্ফালন
কোথাওবা  স্খলিত আমার আচ্ছাদন
জানান দিচ্ছে আসন্ন দিনের প্রতিনিয়ত।
গ্রীষ্মের প্রবল গরমেও মনেপরে তোমাদের,
ছুটির আনন্দে মাতিয়ে রাখতে আমাকে,
মনে আছে সেই ল্যাংরা আমগাছটাকে ?
হয়তো মনে পড়বে প্রতি গ্রীষ্মে একবার হেলও তাকে।
কড়ি বরগাতে লেগেছে ক্লান্তির ছাপ
গোয়াল ঘরের ছাদ নিয়েছে ভূমি আজ।
আমি ভীষ্মের মতো সরসজ্জায়,
আছি অর্জুনের প্রতীক্ষায়॥