ইচ্ছে করে, নদীর কূলে,
বালির চরে, হাটু পানিতে।
ঝাপিঁয়ে পড়ি নীল দরিয়ায়
মানসিকতায় চাপা পড়ে।


ইচ্ছে করে, পর্বতশৃঙ্গ আহরিয়া
বাতাসের সাথে তাল মিলিয়া।
আকাশের দিকে চাহিয়া
ক্লান্ত দেহ নিথর করিয়া যায়।


ইচ্ছে করে, ঘরের কোঁনে বসিয়া
বেদনার রাগ বাজাইয়া।
কলুষিত দেহ খানির মায়া ছাড়িয়া
পরপারের পথ ধরিয়া হাটিয়া যায়।


ইচ্ছে করে, ইচ্ছে নদে ডুবিয়া
ইচ্ছে পূরন করিয়া।
শেষ ইচ্ছা লুপিয়া
ইচ্ছের ইতি ঘটায়।


প্রানহীন এই জড় শরীর এ নেই যে কোন ব্যাথা
বেদনায় আসক্ত কেবল চাপা এ মানসিকতা।
এই যে আমি, আমি নয়
ভেসেঁ ওঠা মৃতপ্রায় তনু।