আম, জাম, রস-রসালি,
গ্রীষ্ম ঋতুর ফল।
কাঁঠাল যে সব ফলের রাজা,
খাবি কে কে বল।


তেঁতুল বড় টক যে রে ভাই,
তাল পড়েছে ধপাস।
লিচু গুলো ঝুলে আছে,
দুলছে এপাশ ওপাশ।


কলা বড় মিষ্টি মধুর,
নানান রকম ধরে।
আতার স্বাদ চিনির মত,
বড়ই মুখে তরে।