আমি ধর্ষিতা এক নারী
আজ পদলুন্ঠিত আমার সম্মান
গায়ে জোড়ানো নেই শাড়ি
আমি আজ খবরের শিরোনামে ।
আমার কান্না ধুলায় মেশে
আমার ঘরের কোণে ।


আমি অস্সমান , আমি মর্যাদাহিন
নেই বাঁচার অধিকার ?
কি দোষ আমার  ?
আমি নির্যাতিতা নারী ।
কেউ কি মেনে নেবে আমায়
রোদ ঝলমলে দুপুরে ঘুরতে কি পাবো আবার
সমাজে কি  নেই আমার কোনো  অধিকার ?


আমি অভিশাপ , আমি কলঙ্ক , আমি নির্মম সত্য
আমি বেশ্যা , আমি মুখের গালি
আমি নর্দমা , কু শিক্ষার পরিচয়
আমার মধ্যে বেঁচে থাকে পাপী দের অস্তিত্ব ।
         আমি ধর্ষিতা , আমি নিজেই নিজের শেষকৃত্য ।।



আমি জানি না পরে জুটবে কি দু মুঠো খাবার
প্রার্থনা করি ভগবানের কাছে
যেন মেয়ে হয়েই জন্ম নিই আবার ।


তখন যেন ভগবান হয়ে থাকি নিঃসঙ্গ
থাকে না যেন গায়ে বাবা মায়ের গন্ধ
না থাকে বস্ত্র থাকি যেন উলঙ্গ
যাতে ধর্ষিতা হই আবার
ইচ্ছে থাকবে তাতেও মেয়ে হয়ে জন্ম নেবার