প্রেমিকের আবেগ আজ নষ্ট হতে চলেছে,
বিকালের মিষ্টি বাতাস বইছে না আর,
ভগবান আজ পাথর স্বরূপ,
জীবনের মিষ্টি ফুলের বাগান
মেরে ফেলে তাতে অজস্র ক্যাকটাস
জায়গা নিয়েছে,
জীবন একটা সময়ের অপব্যাবহার
বলে মনে হচ্ছে,
কারণ!......
কারণ এই ভঙ্গুরময় সমাজ
যেখানে যুবসমাজ নিস্তেজ,
যেখানে শুধু কেলেঙ্কারি
হানাহানি আর টাকার জন্য মারামারি,
যেখানে মিথ্যা প্রতিশ্রুতি,
যেখানে বেড়েই চলেছে দুর্নীতির গতি,
যেখানে পঙ্গু আমরা
করার কিছুই নেই,
যেখানে দানা বাঁধে ক্ষোভ ও ভয়,
তাকে কিভাবে করবে জয়
যেখানে প্রতিবাদ নয়
মানিয়ে নিতে শিখতে হয়
যেখানে শুধু চলে মহাপুরুষের বাণী
যুবকের কথা তে শুধু হয় সম্মান হানি,
এইতো সমাজ সমাজের মতো
খোঁচা দিয়ে যায় যাকে তাকে,
পায়ের তলায় জুতোর নীচে
স্ত্রী দের অধিকার ,ওরা ওখানেই থাকে।
কে বলবে চিৎকার করে "থাকতে চাই না আর"
এই কৃত্রিম আনন্দে
সবাই তো আর উলঙ্গ রাজার মতো
ঘুরতে পারে না সছন্দে
আমি প্রতিবাদী ,তুমি প্রতিবাদী
তাই আমরাই অপরাধী
আমরাই দোষী
নিজের ভাগ্য কে নিজেরাই দুষি
আমরাই জনগণ
কারণ সত্যি আমরা অতি সাধারণ।