বন বাদারে খুইজা তারে
পাবিনা মন তুই পাখিরে।।
বুকের ভিতর রাইখা  তারে
খুইজা কাঁদাও ক্যান আখিরে।
প্রাণ পাখি বুকের খাঁচায়
অবিরত পুচ্ছ নাচায়
একবার তারে দেখলেরে হায়
এ পৃথিবী পড়বেরে পায়
হবি পাগল প্রায় জিকিরে।।
এ পাখির যে রং নাহি হায়
তবু রঙিন রং দেখা যায়
পাখির সুরে নেশার চুঁরে
হলাম  আমি বিবাগীরে..ll