কবে হইবে হুশরে মানুষ
হইবে কবে হুশ
ঘরের দোরে আইলোরে যম
তবু তুমি বেহুশ রে মন
রইলা রে বেহুশ!...

ফুস করিয়া গেলে পরান
হবা কি সাবধান?
তবে হবা কি সাবধান?
সময় গেলে আর ফেরে না
দেও কপালের দুষ!
তখন দেও কপালের দুষ!....


ঠুস করিয়া হুশ গেলে মন
সবই তোর ফাঁকা
হবে সবই যে ফাঁকা
পরপারের পারাপারে
কই পাইবি টাকা রে মন
পাইবি কই টাকা?
সেখানে তো চলে না মন
দুনিয়াবী ঘুষ!
ও মন দুনিয়াবী ঘুষ..