আমার নাইরে মাথায় চুল
গায়ে নাই গেরুয়া জামা
সফেদ কি রাতুল।।
তবু আমায় বলে লোকে পাগল বাউল।।
আমি পদে পদে করি নানা ভুল
মাঝে মাঝে চক্ষে দেখি
শরিষারও ফুল।।
তবু আমায় ....বাউল।।
আমি চাইনারে ভিক্ষা
মানি নবীরও শিক্ষা
ঘরে ঘরে তুলিনা চাউল
মাঝে মাঝে অজান্তে
গেয়ে ওঠে মনপাখি বুলবুল।।
তাই আমায়....বাউল।।