ধনের আশা ছেড়ে দে রে
ওরে পাগল মন
এক লহমার নাই ভরসা
এমন ও ভূবন।।
ধনের ভিতর মনের খাবার
থাকে না স্বজন
ধনের আশা তোমার
পতিত ও পাবন।।
সূর্য জ্বলে যমিন জ্বলে
জ্বলে না গগণ
কাঁদা জলে ও থাকে সাদা
বাইম মৎস যেমন
এই ধরাতে থাইকো তুমি
তেমনি পাগল মন
মরার আগে বুঝে নাওরে
কে তোমার আপন।।