মাগো তোমার গল্পের অনর্গল শব্দের
ভিতর আর আমার কবিতার শব্দের ছঁকে;টকেটকে লাল রক্তের ছোঁপ বুকে দগদগে ক্ষত;
কত রাজকন্যাকে ভয়ংকর রাক্ষসের কাছ থেকে ছিনিয়ে আনে রাজ কুমার
ঘুমপাড়ানি গুলির শব্দে পরীরা উড়ে যায়।
তোমার নির্ভীক খোকা খুলিতে বন্দুকের গুলি নিয়ে তোমার বুলি ফিরিয়ে আনবে মা;
রাজপথে শকুনের ছায়া শালিখের আর্তনাদ।
কাঁদ মা প্রাণ ভরে কাঁদ তোর খোকা ফিরেছে লাশ হয়ে ভাষার স্বাধিকার নিয়ে।
এবার কথা বলবে তোর ময়না টিয়ে।