সজনী, দু'পাড়েতে কান্দি বসে আমরা দু'জনই
কেউ জানিনা মিলন কবে, আসবে সুখের রজনী।।  


উল্টো পথে চলছে হাওয়া পাল খুলে তাই বৈঠা বাওয়া
চোঁখের জলে নৌকা চলে মেটেনা কারো মনের চাওয়া।


আমি ভাসি ভাটির টানে সই চলেছে উজানে
মিলন তরী ধরতে গেলে যায় ডুবে যায় তখনি।।


আমার শুকায়ে গেল চোঁখেরও জল
ঝরিল যৌবন শতদল
হলনা মিলনরে সফল
পিরিতে সুখ কে পায় কোথায় আর বল কজনই।।