হারিয়ে ফেলেছি এক রাশ নীল
হারিয়ে ফেলেছি সৃষ্টি
হারিয়ে ফেলেছি তোমার আমার
সবুজ ঘাসের বৃষ্টি।


হারিয়ে ফেলেছি পিছুটান সব
হারিয়ে ফেলেছি তুষ্টি
হারিয়ে ফেলেছি পুতুলের শ্রী
বেঁলে মাটি এক মুষ্টি।


হারিয়ে ফেলেছি এলোমেলো পথ
হারিয়ে ফেলেছি দৃষ্টি
হারিয়ে ফেলেছি দেয়ালে টাঙ্গানো
পেন্টিং গুলোর কুষ্টি।


হারিয়ে ফেলেছি স্বপ্নের জাল
হারিয়ে ফেলেছি বায়না
হারিয়ে ফেলেছি বর্ণ বিবাদে
শব্দ দেখার আয়না।


হারিয়ে ফেলেছি চায়ের দোকান
হারিয়ে ফেলেছি চুমুক
হারিয়ে ফেলেছি নামের বদলে
ডাকতে শিখেছি অমুক।


হারিয়ে ফেলেছি শরীরের ঘ্রান
হারিয়ে ফেলেছি কামনা
হারিয়ে ফেলেছি ঝপসা ছবি
হয়ে গেছি অনমনা।


হারিয়ে ফেলেছি ঘরের বিশ্বাস
হারিয়ে ফেলেছি ঘর
হারিয়ে ফেলেছি অধিকার যতো
ভেবেছি আপন পর।