সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে
ছুয়ে যায় মেঘলা আকাশের বসন্ত;
তৃণলতা জেগেছে আলসেমি ছেড়ে
ফিরেছে তারা, সবুজের নাই অন্ত।


ঝরা পাতা গুলো টিপ টিপ শব্দ তুলে
নব উদ্দামে ফিরে এসেছে বৃষ্টি;
জানালার বাইরে, দূরে ঝাপসা অবয়ব
আহা! নিদারুণ রুপে কি সৃষ্টি।


বর্ষা তুমি,নদী ছলো ছলো ভাসে
কবির বুকে উত্তাল ঢেউ আছড়ে পড়ে;
তিল থেকে তাল, গুলিয়ে যায় সব
রুপশীর দরজায় কদম ফুল নিয়ে কড়া নাড়ে।


নি:সঙ্গ সময়ে শীতল করে মন মহুয়া
বারিবর্ষণ কর্দমকে ছুয়ে যায় ভালোবেসে;
পড়ে থাক গ্লানি;রুপকথা হোক শুরু
হিমেল হাওয়ায় আজ উড়ি অভিলাষে।


গভীর রাত নিস্তব্ধ; চারপাশ খুব মায়াবী
ছমছম করে গা;শব্দ শুনি টিপ টিপ টিপ....
যেনো পড়ে আছি জনশুন্য কোন স্থানে
লোকালয় থেকে বহুদূর,ঐ নিঝুম দ্বীপ।


ঝিঁঝিঁ পোকা ডাকে;শরীর ভেজায় সুখে
ব্যাঙ্গেদের মেলা বসে হাঁটু জলে;
নেচে-নেচে,বেছে-বেছে,শুরু করে তান
আর নিজেদের সুখ সীমার কথা বলে।


ঐ তো রুক্ষতা থমকে গেছে আজ
চৈত্র পাশ কাটিয়ে বৈশাখ নয় ক্ষান্ত;
বিজলীর বাজে পাখিদের দল ছুটো হওয়া
আজ বিকেলেও বৃষ্টি ছুয়েছে বসন্ত।