আজকাল পড়ুয়া মানুষের সংখ্যা অতি নগণ্য। প্রতি বছর যতো বই বাজারে আসে তার এক ভাগ বই বিক্রি হয়। সেটাও আবার বাড়ির বইয়ের তাক পূরণের জন্যে।বাংলা কবিতার এই আসরের কথাই  বলি। ১ বছর আগে যখোন কবিতা দিতাম কত জনি পড়তো। আর এখন ১২ থেকে ১৩ জন পড়ে। কোথায় ১৫০-২০০ জন আর এখন এই অবস্থা।