একটু আগে বলেছিলো ভালো লাগে ;
দারুণ খরা জীবনের বাঁকে বাঁকে –
শোনা হয়নি , ভালো লাগার বিবরণ
অথচ দারুণ খেলছিলো মন মহুয়া ।


একটা সময় লিখতে হবে ডায়রীতে
বর্তমানে লেগে থাকা সময়ের ভাঁজ-
কিছু অব্যক্ত কথকের দিনক্ষণ লেখা-লিখি
যা পেলে হয়তো জীবন বোঝা যেতো ।


সামজিক মাধ্যম ভুলে থাকা যায়  ?
এটা ভেবে বলা, ভরা সমুদ্র সমান  !
তবুও ভাবতে ইচ্ছে হয়, খেয়ালি ভনিতায় -
লিখে রাখতে হয় অতীত অথবা বর্তমান !


যারা ভুলে গিয়েছিলো -
যোগাযোগ অথবা খুনশুটি,
দেয়ালে এঁটে বসা ফসকানো  চুমু ;
আমি তাদের দলে যেতে চাইনি কখনো –
আমারও তো কামনায় ঘোর আলসেমি !


ভোর হয় লেগে থাকা এসএমএস এর টোনে -
তবুও নিশি যাপনের আহ্লাদী চোখেমুখে ।
জীবনের অনশন বুঝি থামে না আর –
বার বার পেছন ফিরে কমতি খুঁজতে হয়  ।


দেয়ালের গন্ডিতে বর্গাকার জানালা খুঁজতে হয়  ।
কবিতা বেচাকেনা হয় মিডিয়ার দোকানে –
বলেছিলো ভালো লাগে, কবিতা অথবা তুমি ;
ফিরে যাওয়া হয়নি, কবিতার স্কুলে  ।


গান হয়নি কোন বিরহ বা সুখ উল্লাসে
ভেবে দেখা হয়নি , কি ভালো লাগে ?
প্রেম নাকি প্রেমিকার ঝলাকানি !
লেখা হয়না তবুও ছককাটা দেয়ালিকা ।


ছবি হয়  সার্কাসে ডুব ছায়াবাজির মতো  
উম্মাদনা ফেলে আসা হয় রঙ্গ মঞ্চে –
দু-ঘন্টা আগে বলেছিলো ,ভালো লাগে প্রিয় ;
অথচ জানা হয়নি বিবরণ ,
প্রশ্নবিদ্ধ বিবরণ ?