রেল লাইন চলছে জীবনের ছন্দে,
জীবন চলছে বক্র অথবা উলটো বগিতে।
লাইন বিশ্চুতি অথবা সাংঘর্ষিক ঘটনার মতো।
চাকার ঘর্ষনে যে ক্ষয়  ইস্পাতের!
তাতেও জীবনের রক্তক্ষরণ অবিরত।


জীবন তবুও সুন্দর প্লার্টফর্মের মতো,
লালনীল বাতি অথবা দূরত্বের নিদৃষ্ট ছাউনিতে।