তুমি যতো উচ্ছাসিত হও
আমি ততো দুমড়ে মুচড়ে যাই,
ভয় নাই ভয় নাই,বৈরী হব না
পিছপা হবো না আমি.....


বেখেয়ালেও মনে পড়বে স্মৃতি
ইতি টানবো না পাগলামির,
গল্পের পাতা বর্ধিত হবে প্রভাতে
অকালের মৃত প্রমিক আমি নই।


নয়-ছয় ভাবনা ছেড়েছি আগেই
গুন ভাগের অংক আমার জানা,
পানাহ মিলবে না জীবনে
মন দিয়ে ছন্দ তুলে নেবো...।


হাতে তুলে দেবো ফুটন্ত গোলাপ
প্রালাপের খুনসুটি এঁকে দেবো,
ভাববো না শুন্যতা আমার ভাগে
মাঘের শীত শরীরে সয় আমার।


জামার বোতম খুলে দেবো
নেবো ঘামের শরীরে শুদ্ধ তৃপ্তি,
রীতি ধরে রাখবো প্রজন্মের
জন্মের সাধ মিটবে না কভু।


বাটবো না আমার এই বুক
মুখ তুলে প্রথমবার ভেবে নেবো,
দেবো দেবো ডালা ভরে সুখ
আসুখের আশকারা ভুলিয়ে দেবো।


নেবো তোর দেয়া ভালোলাগা টুকু
মন্দ গুলো হেসে উড়িয়ে দেবো,
ভেবে দেখো কোথায় আমার অস্তিত্ব?
বিরহে জ্বলবার আশায় আমি মত্ত।