একদা এক যুগলের,ভালোবাসা হয়,, সময় এবং স্বার্থের সংঘাতে ,
ভালবাসার -সম্পর্কে -অনেক সংশয় দেখা দেয়,, তারা বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও সম্পর্কের মাঝে কিছু অপেক্ষা থেকে যায় - - - ----অভিমানী  যুবকের দোদুল্যমান  ভালোবাসাকে,
অক্ষর যোজক, প্রকাশ করেছে
এমনই এক  ছন্দের ভাবনায়,,,,,


কবিতার নাম কি দেওয়া যায় ,, কমেন্টস এ জানাতে পারেন,,,


                 ----অনামী--১---------


যদি কোনদিন ভালোবাসা বোঝো
যদি কোনদিন আমায় খোঁজো
যদি কোনদিন মনে হয়
আমি তোমার পাশে নাই
তবুও বুকের ভেতর জমাট বাঁধা
ভালোবাসা গুলো আমার স্পর্শ পেতে চাই।


যদি সূর্য উদয়ের ক্ষণে
একলা চলতে-চলতে  
অতৃপ্ত বাসনা জন্মে তোমার মনে
বাহুতে আমার মাথা রেখে
হাঁটবে তুমি মনের সুখে
এমন দিন গুনছো।


যদি কোনদিন রিমঝিম বৃষ্টিতে
ভিজতে-ভিজতে মনে হয়
দেহের দাহ- মিটলো, তবু
মনের দাহ -মিটলোনা
আমার সনে করবে স্নান
চাওনা নীল কোন ঝরনা


যদি বসন্ত
তোমার মনকে করে তোলে
অশান্ত


যদি ফাগুন
তোমার ঠান্ডা বুকে
ধরায় আগুন


দিতে না পারে সুখ  
আমায় নিয়ে যদি হয়
ভালোবাসার অসুখ।


সেদিন তুমি আমায় নিয়ে ভেবো
আমি --------
শান্তির সমীরণ নিয়ে আসব


ভালোবাসার অতল সাগরে
তোমায় নিয়ে ভাসবো।